মোহনপুরে ছাত্র অধিকার পরিষদে শতাধিক নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হলো নতুন সদস্য যোগদান ও আলোচনা সভা।
সোমবার সকাল ১১টায় উপজেলার আয়োজনে আয়োজিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক সদস্য আনুষ্ঠানিকভাবে ছাত্র অধিকার পরিষদে যোগ দেন।
নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ত্বহা । তিনি যিনি বলেন, “২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার আন্দোল সবক্ষেত্রেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ছিল ছাত্র অধিকার পরিষদ।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি মাসুম ইসলাম। অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুব অধিকার পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ অন্যান্য নেতারা।
নেতারা বলেন, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি পরিহার করে একটি শিক্ষার্থীবান্ধব বিকল্প ছাত্ররাজনীতি গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ছাত্র অধিকার পরিষদকে দেশের শীর্ষ ছাত্র সংগঠনে রূপান্তর করা সম্ভব।
আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী মহানগরের প্রচার সম্পাদক অপূর্ব এবং ইসমাইল হোসেন।