শেহবাজ শরিফের বার্তা: ‘সমন্বিত ডিজিটাল রূপান্তরের পথে পাকিস্তান’

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবসে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বার্তা

বিশ্ব ডেস্ক: বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস (World Telecommunication and Information Society Day) উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বার্তায় তিনি ডিজিটাল অন্তর্ভুক্তি, নারী ক্ষমতায়ন এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি ‘সক্ষম ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পাকিস্তান’ গঠনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন,

“আমি সকল অংশীজনকে লিঙ্গ-সংবেদনশীল ডিজিটাল রূপান্তরের পক্ষে কাজ করার আহ্বান জানাই এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও ক্ষমতায়িত ডিজিটাল পাকিস্তান গঠনে অব্যাহত প্রচেষ্টার ওপর গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও জানান, বর্তমানে পাকিস্তানের মোবাইল ইকোসিস্টেম দেশের অর্থনীতিতে বছরে ১৬.৭ বিলিয়ন মার্কিন ডলার অবদান রাখছে। যা প্রযুক্তিভিত্তিক অর্থনীতির সম্ভাবনার একটি বড় নিদর্শন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার বার্তায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন,

“পাকিস্তান সরকার এমন একটি ডিজিটাল পরিবেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যা অন্তর্ভুক্তিমূলক, নারী-সমর্থনমূলক এবং কাউকে পিছনে না ফেলে।”

এই বার্তা থেকে স্পষ্ট যে, পাকিস্তান সরকার ডিজিটাল রূপান্তরকে কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং একটি সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের অংশ হিসেবেই দেখছে।