রামপুরা থানার অভিযানে উদ্ধার বিদেশি পিস্তল, রিভলভার ও গুলি

টুইট ডেস্ক: ঢাকা মহানগরীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। ১৬ মে শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

রামপুরা থানা সূত্রে জানা গেছে, আবর্জনার স্তূপের মধ্যে একটি সাদা শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো পড়ে আছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে:

দুটি ৭.০৫ বোরের বিদেশি পিস্তল, যার গায়ে “Made in USA” লেখা আছে। প্রতিটি পিস্তলের সঙ্গে ছিল খালি ম্যাগাজিন, মোট তিনটি।

একটি রিভলভার, যার সঙ্গে উদ্ধার হয়েছে দুটি তাজা গুলি ও একটি কার্তুজ।

একটি ৭.৬২ বোরের চায়নিজ রাইফেলের চার্জারসহ ১০ রাউন্ড গুলি। শটগানের সাতটি রাবার বুলেট।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, এটি কোনো অপরাধী চক্রের গোপন অস্ত্র মজুদের অংশ হতে পারে। এ বিষয়ে র‌্যাব ও সিআইডিকেও জানানো হয়েছে।

আরও তথ্য ও তদন্তের অগ্রগতি জানাতে পুলিশ পরবর্তী সময়ে ব্রিফিং করবে বলে জানা গেছে।