রাজশাহী কলেজে হোস্টেল ভাড়া কমানোর দাবি শিক্ষার্থীদের
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কলেজে হোস্টেলের সিট ভাড়া ৭০০ টাকা নির্ধারণকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছেন।
বুধবার (১৪ মে) সকাল ১১টায় কলেজ প্রশাসন ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে তারা ভাড়া কমানোর দাবি জানান।
শিক্ষার্থীদের বক্তব্য
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “একসময় ভাড়া ছিল ৫০০ টাকা। হঠাৎ করে তা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে, যা সরকারি প্রতিষ্ঠানের নীতির পরিপন্থী। ঢাকা কলেজে উন্নত সুবিধা থাকার পরেও ভাড়া মাত্র ৪০০ টাকা।”
তারা আরও অভিযোগ করেন, “পূর্বের সিট বাণিজ্য ও অব্যবস্থাপনার দায় বর্তমান শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রিপেইড মিটারের কারণে একজন ছাত্রের মাসিক খরচ ১ হাজার টাকারও বেশি হচ্ছে।”
ছাত্র সংগঠনগুলোর প্রতিক্রিয়া
রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, “প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি ছিল এক বছরের মধ্যে ভাড়া কমানো হবে, কিন্তু তারা তা পালন করেনি।”
ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন বলেন, “হোস্টেল ব্যবসার স্থান নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য। অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করতে হবে।”
অধ্যক্ষের আশ্বাস
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, “২২ মে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তাদের মতামতের ভিত্তিতে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।”
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসকে ইতিবাচক হিসেবে গ্রহণ করলেও জানিয়েছেন, দাবি আদায়ে প্রয়োজনে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবেন।
শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছেন, ২২ মে’র মধ্যে ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ না হলে তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন।