‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
টুইট ডেস্ক : আবাসন ভাতা বৃদ্ধি, বাজেট বরাদ্দ বাড়ানো এবং প্রকল্পে অগ্রাধিকার নিশ্চিত করার তিন দফা দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা করেছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়। শিক্ষার্থীরা কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা কাকরাইলে রাস্তায় বসে পড়েন এবং প্রতিবাদী স্লোগান দিতে থাকেন-“রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, “দিয়েছি রক্ত, আরও দেব” ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জানান, এই ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি উপস্থাপন করছি, কিন্তু বারবার আমাদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে। এটি গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।”