ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: দুইজন আটক

ছাত্রদল নেতা সাম্য হত্যা: মোটরসাইকেল ধাক্কাকে কেন্দ্র করে দুইজন আটক

টুইট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য (২৫) হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। ত‌বে মোটরসাইকেল ধাক্কাকে কেন্দ্র করে দুইজন‌কে আটক করার দাবি ক‌রে‌ছেন স্বজন‌রা।

মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে কালীমন্দিরের পাশে তিন যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, হামলাকারীদের মধ্যে দুইজন একটি ক্লিনিকে চিকিৎসা নিতে গেলে পুলিশ সেখান থেকে তাদের আটক করে। পালিয়ে যাওয়া তৃতীয় যুবককে ধরতে অভিযান চলছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মোটরসাইকেলের ধাক্কা নিয়ে বিরোধ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। হামলায় জড়িতদের চিহ্নিত ও ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে একাধিক পুলিশ টিম।

ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসী তামী জানান, নিহত সাম্য হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

সাম্যের মৃত্যুর খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই জড়ো হন ছাত্রদলের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জরুরি বিভাগের সামনে অবস্থান নেন।