বাংলাদেশ-যুক্তরাজ্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা
বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে আরসিডিএস-এর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
টুইট ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর মাননীয় প্রধান অ্যাডমিরাল এম. নজমুল হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন যুক্তরাজ্যের Royal College of Defence Studies (RCDS)-এর Head of Department মি. পল ও’নেইল। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ডিফেন্স অ্যাডভাইজার কমান্ডার লি অ্যান্ড্রু নর্টন।
সমবার (১২ মে) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ঢাকার নৌ সদর দপ্তরে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পেশাদারী সহযোগিতা আরও দৃঢ় করা, শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময় বাড়ানো এবং ভবিষ্যতে কৌশলগত অংশীদারত্ব জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। আলোচনায় নৌবাহিনী এবং আরসিডিএস-এর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও ফলপ্রসূ ও সময়োপযোগীভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই ধরনের উচ্চ পর্যায়ের সফর এবং সংলাপ দুই দেশের সামরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলে আরও গভীর সহযোগিতার পথ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।