নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের বার্তা: ধৈর্য ও সহনশীলতার আহ্বান
টুইট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে উসকানি ও অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়।”
তিনি দলের সহকর্মীদের প্রতি পরামর্শ দিয়ে বলেন, “সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না।”
পোস্টের শেষে তিনি একটি দোয়া শেয়ার করেন:
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ
(হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল, নি‘মাল মাওলা ওয়া নি‘মান নাসির)।
এই বার্তায় তিনি দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সংযত আচরণ বজায় রাখার গুরুত্বারোপ করেছেন, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।