নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড চলবে না: ডিআইজি রেজাউল করিম

টুইট ডেস্ক: ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক হুঁশিয়ারি দিয়েছেন, নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি বলেন, “এমন কোনো সংগঠন যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে দমন করার সক্ষমতা পুলিশের রয়েছে।”

রবিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় রেঞ্জের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডিআইজি জানান, তিনি অধীনস্থ জেলা পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দিয়েছেন, কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যেন তাদের এলাকায় চলতে না পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন-পীড়নে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী ও দোসর হিসেবে পরিচিত—তাদের গ্রেফতার করার নির্দেশও তিনি দেন।

তিনি বলেন, “ঢাকা রেঞ্জের প্রত্যেকটি থানা হতে হবে ভুক্তভোগীদের প্রথম ভরসাস্থল। রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার ৯৮টি থানার নাগরিকরা যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসতে পারবেন।”

জনসাধারণকে আরও সহজে সেবা দেওয়ার লক্ষ্যে ‘টক টু ডিআইজি’ নামে একটি মোবাইল অ্যাপ চালুর ঘোষণাও দেন তিনি। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সাধারণ মানুষ পুলিশি সহায়তা নিতে পারবেন।

তিনি আরও বলেন, “ঘুষ, বদলি কারবার, অন্যায়-অবিচার ও দুর্নীতির কোনো স্থান ঢাকা রেঞ্জে থাকবে না। এমনকি পুলিশের কোনো সদস্য অনৈতিক বা অপেশাদার কাজে যুক্ত থাকলে, তাকেও ছাড় দেওয়া হবে না।”

সাবেক সরকারের আমলে কিছু পুলিশ সদস্যের বিতর্কিত ভূমিকাও তিনি উল্লেখ করেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাহিনী ঘুরে দাঁড়াতে পারছে বলে তিনি কৃতজ্ঞতা জানান।