ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা; দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা
টুইট ডেস্ক : কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে পাকিস্তানের ভেতরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টাপাল্টি সামরিক আক্রমণ চলছে। এমন পরিস্থিতিতে ভারতের রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বাড়ানো হয়েছে নিরাপত্তা, বাতিল করা হয়েছে সব সরকারি কর্মচারীর ছুটি।
দিল্লি সরকারের পরিষেবা বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নির্দেশনায় জানায়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা ছুটিতে যেতে পারবেন না। স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছেন জেলা ম্যাজিস্ট্রেটরা।
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঐতিহাসিক স্মারক ইন্ডিয়া গেট থেকে পর্যটক ও ব্যবসায়ীদের দ্রুত সরে যেতে বলেছে পুলিশ। যান চলাচলেও আনা হয়েছে নিয়ন্ত্রণ। পাশাপাশি রাতে টহল ও নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
এদিকে সীমান্তে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে দাবি ভারতের। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানায়, অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলার লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটি, যার মধ্যে অন্যতম জম্মুর সটওয়ারি ঘাঁটি।
অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা যদি আঘাত করতাম, সেটি লুকাতাম না।’ তিনি আরও জানান, কিছু আরব দেশ এই সংকট নিরসনে মধ্যস্থতা করছে। সেই সঙ্গে পাকিস্তানের দাবি, তারা ভারতের ছোড়া অন্তত ২৫টি ড্রোন ভূপাতিত করেছে।
সংঘাতে ভারতীয় রাফাল যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে বিবিসি। যাচাই করা ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবের বাথিন্ডায় একটি মাঠে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
পরমাণু শক্তিধর দুই দেশের এই উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বলে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও নয়াদিল্লিতে এসে শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সামরিক উত্তেজনার মাঝে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিচ্ছে দিল্লি প্রশাসন।