ধোনির অবসর নিয়ে জল্পনা, সিদ্ধান্ত নয় শরীর বলবে কবে থামবেন

টুইট ডেস্ক : আইপিএলের চলতি আসরে চেন্নাই সুপার কিংস ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে। দলের পারফরম্যান্সের মতোই মাঠে ম্লান মহেন্দ্র সিং ধোনিও। বয়সের ভার, আগের মতো ফর্মে না থাকা- সবকিছু মিলিয়ে সমালোচনা উঠেছে, এবারই বুঝি থামছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক।

তবে এই প্রশ্নের জবাবে ধোনি জানালেন, অবসর নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। ৪৪ বছর বয়সে শরীর কীভাবে সাড়া দেয়, সেটাই নির্ধারণ করবে আইপিএলে তার ভবিষ্যৎ।

“এই আইপিএল শেষ হওয়ার পর আমাকে আরও ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। শরীরের অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেব,” বলেন ধোনি।

চলতি আইপিএলে ধোনির পারফরম্যান্সও খুব একটা আলো ছড়াতে পারেনি। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ১৮ বলে ১৭ রানে অপরাজিত থেকে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন। তবু দলের অবস্থান অনুযায়ী, চেন্নাইয়ের আর মাত্র দুই ম্যাচ বাকি। অনেকের ধারণা, এটাই হয়তো ধোনির শেষ আইপিএল।

স্টেডিয়ামে দর্শকদের ভালোবাসায় আপ্লুত ধোনি বলেন, “আমি যে ভালোবাসা ও আবেগ দেখছি তা অসাধারণ। অনেকেই জানে না, কবে আমার শেষ ম্যাচ। তাই খেলা দেখতে ছুটে আসছে তারা।”

২০১৯ সালে ভারতের জার্সিতে শেষবার মাঠে নামেন ধোনি। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। এখন দেখার বিষয়, ধোনির শরীর আরেকটি মৌসুমের চাপ নিতে পারে কি না।