ওজনের কারণে কাজ না পেলেও পরোয়া নেই: অনামিকা চক্রবর্তী
টুইট ডেস্ক : টলিউডের ছোট পর্দার পরিচিত মুখ অনামিকা চক্রবর্তী। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের পর দর্শক তাকে আর সেভাবে পর্দায় দেখেননি। ২০২০ সালে শেষ হওয়া এই ধারাবাহিকের পর আর উল্লেখযোগ্য কোনো কাজ করতে দেখা যায়নি তাকে।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনামিকা জানান, এখন তার হাতে কোনো অভিনয়ের কাজ নেই। তবে এই অনুপস্থিতি নিয়ে তার মনে কোনো আক্ষেপ নেই। “সত্যি বলছি, আমার হাতে এখন কাজ নেই। আর ওজনের জন্য যদি কাজ না পাই, তাহলে কিছু যায় আসে না। জীবনে অনেক কিছু দেখে ফেলেছি,” বলেন অনামিকা।
বর্তমানে অনামিকা অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করছেন এবং এটাই হয়ে উঠেছে তার নতুন পরিচয়। নিজের দৈনন্দিন জীবনের নানা দিক তিনি তুলে ধরছেন অনলাইনে, আর দর্শকের কাছ থেকেও পাচ্ছেন ভালো সাড়া। “এক মাসও হয়নি শুরু করেছি। দর্শকের কাছ থেকে দারুণ ভালোবাসা পাচ্ছি। ব্লগিং উপভোগ করছি, ভালো আয়ও হচ্ছে,” বলেন তিনি।
তবে অভিনয় ছেড়ে দিয়েছেন— এমনটা ভাবার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “ভ্লগ করছি, ভালো আছি। কেউ সুযোগ দিলে ভালো, না দিলেও ঠিক আছি। কাউকে ভয় পাই না আমি।”
ব্যক্তিজীবনে অভিনেতা উদয়প্রতাপ সিংহের সঙ্গে সংসার পেতেছেন অনামিকা। অভিনয়ের বাইরে নতুন জীবনের সঙ্গে ব্লগিং মিলিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি।