ভারত-পাকিস্তান যুদ্ধ ‘আমাদের দেখার বিষয় নয়’, বললেন ভ্যান্স
টুইট ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো সরাসরি ভূমিকা রাখতে চায় না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, “এই যুদ্ধ আমাদের দেখার বিষয় নয়।”
বৃহস্পতিবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে ভ্যান্স বলেন, “আমরা চাই দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত কমুক। তবে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করি না। আমরা কেবল উত্তেজনা হ্রাসে উৎসাহ দিতে পারি, কিন্তু সরাসরি জড়িয়ে পড়া আমাদের দায়িত্ব নয়।”
তবে ‘দায়িত্ব নয়’ বললেও সাম্প্রতিক দিনগুলোতে ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সরাসরি সংলাপে বসার আহ্বান জানান।
এদিকে, ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা চরমে ওঠে। ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত চেয়েছে। পাল্টাপাল্টি ড্রোন হামলায় দুই দিনে প্রাণ হারিয়েছে অন্তত ৫০ জন।
সঙ্কটের প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘লজ্জাজনক’ উল্লেখ করে দ্রুত উত্তেজনা প্রশমনের আশাবাদ ব্যক্ত করেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও দুই দেশকে ‘দায়িত্বশীল সমাধান’ খুঁজে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।