ভোরে গ্রেপ্তার সেলিনা হায়াৎ আইভী

টুইট ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তারে সদর থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। তবে এলাকাবাসীর প্রবল বাধার মুখে সেদিন রাতেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জানা গেছে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই হাজারো মানুষ আইভীর বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দেন এবং তার মুক্তির দাবি জানান। উত্তেজিত জনতা বাসার প্রধান ফটক এবং আশপাশের রাস্তাগুলো বাঁশ, ঠেলাগাড়ি দিয়ে অবরুদ্ধ করে ফেলে। মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে স্থানীয়দের প্রতিবাদে যোগ দিতে বলা হয়।

রাত ৩টার দিকে পুলিশের একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করলেও, আইভী রাতের বেলা গ্রেপ্তারে রাজি হননি। তিনি দিনের আলোয় আত্মসমর্পণ করবেন বলে জানান। পরে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় সাংবাদিকদের উদ্দেশে আইভী বলেন, “গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যদি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলা অপরাধ হয়, তবে আমি অপরাধী। তবে নারায়ণগঞ্জে ২১ বছর ধরে আমি সেবা করে গেছি, কাউকে আঘাত করিনি।” তিনি এই গ্রেপ্তারে বৈষম্যের অভিযোগ তুলে আবারও জনগণের পাশে থাকার আহ্বান জানান।

পুলিশ সূত্র জানিয়েছে, ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে। সরকারের পতনের পর মেয়র পদ বিলুপ্ত হলে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন।