নাহিদ ইসলামের হুঁশিয়ারি: আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা
টুইট ডেস্ক: জাতীয় রাজনীতিতে উত্তেজনার নতুন ঢেউ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড সামাজিকমাধ্যম আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে।”
ফ্যাসিবাদ ও বিচার নিয়ে তীব্র সমালোচনা
পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, “ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না নিবন্ধন বাতিল বা দল নিষিদ্ধ করার বিষয়ে।” তিনি বলেন, “আসামিদের জামিন দেওয়া হচ্ছে এবং অবৈধ সরকারের রাষ্ট্রপতিকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে।”
রাজপথে হুঁশিয়ারি ও আহ্বান
নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম জুলাইয়ে খুনিদের বিচার হবে। আজ সেই প্রতিশ্রুতির সময় এসেছে।” তিনি আরও বলেন, “আজ রাতেই সিদ্ধান্ত হবে—আওয়ামী লীগ রাজনীতি করবে কি না।”
এনসিপি আহ্বায়ক সুস্পষ্ট রোডম্যাপ দাবি করে বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, বিচার এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
আন্দোলনের ডাক
তিনি শহীদ পরিবার, আহত এবং সকল সংগ্রামী শক্তিকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। “আমাদের সংগ্রাম চলবে বিচার না হওয়া পর্যন্ত,” বলেও হুঁশিয়ার করেন।