চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জায়গা করে নিল পিএসজি, আর্সেনালের স্বপ্ন ভেঙ্গে

টুইট ডেস্ক : প্রথম লেগে ঘরের মাঠে পরাজয়ের পর দ্বিতীয় লেগে প্যারিসে দারুণভাবে ফিরে এসেছিল আর্সেনাল। তবে, শেষ পর্যন্ত ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে তারা হেরে যায় ২-১ গোলে, ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে বিদায় নেয়। ফাইনালে পিএসজির প্রতিপক্ষ হবে ইন্টার মিলান।

বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিরুদ্ধে ২-১ গোলের জয় পায় পিএসজি। প্রথমার্ধে আর্সেনালের একাধিক আক্রমণের সামনে অসাধারণ গোলকিপিংয়ের পরিচয় দেন পিএসজির দোন্নারুমা। এরপর ফ্যাবিয়ান রুইজ এবং আশরাফ হাকিমির গোলে পিএসজি এগিয়ে যায়। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা, কিন্তু তা জয় নিয়ে আসতে পারেনি।

পিএসজির জন্য এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ তারা মেসি ও এমবাপ্পের মতো তারকা ছাড়াই ফাইনালে উঠে গেল।