বাদশাহ ফয়সাল মসজিদ: পাকিস্তানের গর্ব, এক সৌন্দর্য ও ইতিহাস

টুইট ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্গালা পাহাড়ের পাদদেশে অবস্থিত বাদশাহ ফয়সাল মসজিদ বিশ্বের অন্যতম বৃহত্তম এবং অনন্য স্থাপত্যশৈলীর মসজিদ। ১৯৬০-এর দশকে ইসলামাবাদে একটি আইকনিক মসজিদ নির্মাণের পরিকল্পনার সূচনা হয়।

১৯৬৬ সালে সফরকালে সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ মসজিদ নির্মাণের কথা জেনে পুরো ব্যয়ভার গ্রহণের প্রস্তাব দেন, যা পাকিস্তান সরকার গ্রহণ করে। এরপর একটি আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে ১৩টি দেশ থেকে ৩৯টি ডিজাইন জমা পড়ে।

তুর্কি স্থপতি বেদাত দিলুকের আধুনিক তাঁবু-আকৃতির নকশাটি প্রথম স্থান লাভ করে। ১৯৭৬ সালে বাদশাহ ফয়সালের স্মরণে তার ভাই বাদশাহ খালিদ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মসজিদের নির্মাণকাজ চলে প্রায় এক দশক, শেষ হয় ১৯৮৬ সালের ২ জুন। মূল হলের আয়তন প্রায় ৮৩ হাজার বর্গফুট, যেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন এক লাখ মুসল্লি এবং বাইরের প্রাঙ্গণে আরও দুই লাখ। মসজিদে রয়েছে চারটি মিনার, প্রতিটির উচ্চতা ২৮৫ ফুট।

শাহ ফয়সাল মসজিদ ১৯৯২ সালের গিনেস বুকে বিশ্বের বৃহত্তম মসজিদ হিসেবে স্বীকৃত হয়েছিল। বর্তমানে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম এবং পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম মসজিদ।