পারিবারিক কলহে আ(ত্ম)হত্যা, র‍্যাব কর্মকর্তার মৃ’ত্যুতে শোকের ছায়া

টুইট ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁওয়ে র‍্যাব-৭ সদর দপ্তরে নিজ অফিসে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার মরদেহ। বুধবার (৭ মে) দুপুরে তিনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে।

চিরকুটে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য মা বা বউ কেউ দায়ী নয়। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারিনি। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে।”

পলাশ সাহার বড় ভাই নন্দ লাল সাহা অভিযোগ করেন, স্ত্রীর দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন পলাশ। তার ভাষায়, “বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি ছিল। মা চট্টগ্রামে থাকায় তা মেনে নিতে পারতেন না পলাশের স্ত্রী। বুধবার সকালে সামান্য বিষয় নিয়ে মা ও ভাইয়ের ওপর হাত তোলেন তিনি, যা পলাশ সহ্য করতে পারেনি।”

এই মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জায়েদ খান লিখেছেন, “ছোট ভাই পলাশ, দেখা হলে বলত ভাইয়া চা খাবেন? আজ পারিবারিক কলহে পৃথিবী ছেড়ে চলে গেল। মেনে নিতে কষ্ট হচ্ছে।”

পলাশ সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং ৩৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৭ বছর। এর আগে তিনি সাব-রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, বহদ্দারহাট ক্যাম্পে অভিযানের প্রস্তুতির সময় নিজ কক্ষে আত্মঘাতী হন তিনি। পিস্তল এবং সুইসাইড নোট তার পাশেই পাওয়া যায়।