ভারতের ৫ যুদ্ধবিমান এখন কেবল ধ্বংসস্তূপ: শেহবাজ

টুইট ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন শুধু ছাই এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

শেহবাজ শরিফ জানান, পাকিস্তানি সেনাবাহিনী মাত্র কয়েক ঘণ্টায় শত্রুকে নতজানু করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, “আল্লাহর কৃপায় আমাদের ফাইটার জেটগুলি আকাশে ঝড় তুলেছিল, যার ফলে শত্রুরা ভয়ে চিৎকার করেছে।”

এছাড়া, শেহবাজ ভারতের বিমান হামলায় নিহত পাকিস্তানি নাগরিকদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “ভারত নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা করেছিল, কিন্তু আমরা প্রমাণ করেছি, পাকিস্তান আত্মরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে।”

তিনি আরও জানান, ভারতের হামলায় ২৬ নিরীহ বেসামরিক নিহত হয়েছেন, এবং পাকিস্তান তাদের রক্তের প্রতিশোধ নেবে। শেহবাজ বলেন, “পাকিস্তান আবারও প্রমাণ করেছে যে, প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা শত্রুর তুলনায় অগ্রগামী।”