রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ

টুইট ডেস্ক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ, ৮ মে। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলোকিত করেন বাংলা সাহিত্যের অমর এই রূপকার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবারের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্বাচন করেছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’। তার লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যা মুক্তিযুদ্ধের সময় প্রেরণার উৎস ছিল।

রবীন্দ্রনাথের সাহিত্য ও গান এখনো বাংলা ভাষা ও সাহিত্যে গভীর প্রভাব রেখেছে। তার রচনায় মানুষের আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা ও অভিব্যক্তির যে অসাধারণ প্রকাশ রয়েছে, তা আজও বাঙালির জীবন ও মানসে উজ্জ্বল। তার কবিতা ও গান জীবনের যেকোনো মুহূর্তে সাহস এবং প্রেরণা জোগায়।

১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তার রচনাগুলি বিশ্বব্যাপী বাংলা সাহিত্যকে পরিচিত করেছে।

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান। কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে ২৫ বৈশাখ থেকে ২৭ বৈশাখ (৮, ৯, ও ১০ মে) পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন।