ডাবল টাইমিং নিয়ে বিতর্কে অহনা-শামীম

টুইট ডেস্ক : টেলিভিশন অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী অহনা রহমানের পুরনো সম্পর্ক ঘিরে ফের উত্তাপ ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। সাত মাসের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটে তাদের, কিন্তু সম্পর্ক শেষ হলেও দুজনের নাম বারবার আলোচনায় উঠে আসছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিককে নিয়ে কঠোর ভাষায় কথা বলেন অহনা। এতে অনেকেই ধরে নেন, তার ইঙ্গিত শামীমের দিকেই। বিষয়টি নিয়ে বিব্রত হন শামীম। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অহনা যার কথা বলছেন, তিনি নন। বরং অভিনেত্রী ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের দিকে ইঙ্গিত করেছেন বলে দাবি করেন তিনি।

শামীম আরও বলেন, “হৃদয়ের সঙ্গে অহনার প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল, যেখানে আমার সঙ্গে ছিল মাত্র সাত মাস। ডাবল টাইমিং আসলে অহনাই করেছেন।”

শামীমের বক্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান অহনা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ডাবল টাইমিং? আপনি (শামীম) যা বলেছেন, তা কি ঠিক? নিজের দোষ ঢাকতে এমন অপবাদ দিচ্ছেন?”

এদিকে, সম্পর্ক নিয়ে চলমান বিতর্কের মধ্যেই অহনা জানান, প্রেম ও বিয়ের প্রতি তার আগ্রহ এখন আর নেই। পাশাপাশি সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানান, “অন্য কারও ঘটনায় আমাকে জড়িয়ে শিরোনাম করবেন না।”

উল্লেখ্য, সম্প্রতি আরেক অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ তোলেন। এ নিয়ে শামীম পাল্টা সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন এবং শুটিংসেটের সিসিটিভি ফুটেজ দেখার আহ্বান জানান।