এশিয়ান দাবায় গ্র্যান্ডমাস্টারকে হারালেন নীড়

টুইট ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আল আইনে শুরু হয়েছে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের প্রথম দিনেই চমক দেখালেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। তিনি রেটিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিনগাওকে পরাজিত করেছেন (নীড়ের রেটিং ২৪০৩, জিনগাওয়ের ২৬০১)।

এই প্রতিযোগিতা সুইস লিগ পদ্ধতিতে নয় রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। উন্মুক্ত বিভাগের শীর্ষ ১২ জন পাবেন বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ। বাংলাদেশের হয়ে এর আগে কেবল ২০০৭ সালে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বিশ্বকাপে খেলেছিলেন।

পুরুষদের ওপেন বিভাগে নীড় ছাড়াও অংশ নিচ্ছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ। তবে তারা প্রথম রাউন্ডে হেরে গেছেন যথাক্রমে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার কলমাকভ ও চীনের আন্তর্জাতিক মাস্টার চেনের বিপক্ষে।

নারী বিভাগে খেলছেন জাতীয় চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। তিনিও প্রথম রাউন্ডে জয়হীন ছিলেন।

দাবার বিশ্ব মঞ্চে জায়গা করে নেওয়ার পাশাপাশি গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের জন্যও এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ।