পাকিস্তানে ২৪টি স্থাপনায় ভারতের হামলা
টুইট ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, দেশটির ছয়টি স্থানে ভারতের চালানো হামলায় মোট ২৪টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে দুটি মসজিদও। তিনি দাবি করেন, এই হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত এবং আহত হয়েছেন।
তিনি জানান, পাঞ্জাব প্রদেশের আহমেদপুর শারকিয়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এই হামলা হয়েছে। ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয় বলে দাবি তার।
আহমেদপুর শারকিয়া:
এই ঐতিহাসিক শহরের শুভান মসজিদে চারটি হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশুকন্যাসহ পাঁচজন নিহত এবং অন্তত ৩১ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
মুরিদকে:
জামাত-উদ-দাওয়ার সহযোগী সংগঠন দাওয়াহ ওয়াল ইরশাদের ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় উম-আল-কারা মসজিদ ও তার আশপাশে হামলা হয়েছে। একজন নিহত এবং দুজন নিখোঁজ বলে জানা গেছে।
মুজফ্ফরাবাদ:
কাশ্মীরের এই রাজধানীতে বিলাল মসজিদে হামলার কথা জানানো হয়েছে। স্থানীয় সংবাদদাতাদের মতে, বিস্ফোরণের পর আতঙ্কে মানুষ শহর ছেড়ে পালাচ্ছেন।
কোটলি:
নিয়ন্ত্রণ রেখার কাছের এই এলাকায় হামলায় ১৬ ও ১৮ বছর বয়সী দুই কিশোর-কিশোরী নিহত হয়েছে, এবং দুই নারী আহত হয়েছেন।
শিয়ালকোট:
জম্মু সীমান্তের কাছে শিয়ালকোটে দুটি গোলা এসে পড়ে, যার একটি বিস্ফোরিত হয়নি। হতাহতের কোনো খবর নেই।
শকরগড়:
এই সীমান্তবর্তী শহরের একটি চিকিৎসা কেন্দ্রে হামলায় কিছু ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে।
ভারতীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা মোট নয়টি লক্ষ্যবস্তুতে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে, তবে কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি।
এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।