যুদ্ধের দামামা: ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, এলওসি-তে পাল্টা হামলার তীব্রতা
বিশ্ব ডেস্ক: ভারতের পক্ষ থেকে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তান জানিয়েছে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান তারা গুলি করে ভূপাতিত করেছে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, গুলি করে নামানো বিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল (Rafale), একটি মিগ-২৯ (MiG-29) এবং একটি এসইউ-৩০ (SU-30)। এসব বিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় আত্মরক্ষার অংশ হিসেবে গুলি করে নামানো হয়েছে বলে দাবি তাদের।
ড্রোন ও সামরিক পোস্ট ধ্বংস
এছাড়া ভারতীয় সেনাবাহিনীর একটি হেরন (Heron) ড্রোনও গুলি করে ধ্বংস করা হয়েছে বলে জানায় পাকিস্তান বিমান বাহিনী। শুধু তাই নয়, নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর অবস্থিত ভারতের একাধিক সামরিক পোস্টও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
সামরিক পাল্টাঘাত চলছে
পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ‘শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে’। পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেন, “ভারতীয় বাহিনীর প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত।”
পরিস্থিতি আরও উত্তপ্ত
এই পাল্টা অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এই ঘটনার পর উভয় দেশকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: পাকিস্তানি নিরাপত্তা সূত্র, আল জাজিরা, ডন নিউজ, রয়টার্স, স্থানীয় সংবাদ সংস্থা ।