খালেদা জিয়া হেঁটে ফিরলেন ‘ফিরোজা’য়, দেশবাসীকে জানালেন কৃতজ্ঞতা
টুইট ডেস্ক: দীর্ঘ চার মাস চিকিৎসার পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার (৬ মে) সকালে কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যান খালেদা জিয়া।
চমকপ্রদভাবে, আজ তাকে হুইলচেয়ারে নয়, সহকারীদের সাহায্যে নিজে হেঁটে বাসায় প্রবেশ করতে দেখা গেছে—যা তার শারীরিক উন্নতির ইতিবাচক ইঙ্গিত দেয়। এ সময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ তার চিকিৎসক দলের কয়েকজন সদস্য।
চিকিৎসা শেষে মানসিক ও শারীরিকভাবে সুস্থ
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, “চিকিৎসা পরবর্তী অবস্থায় ম্যাডাম এখন অনেকটাই সুস্থ। শারীরিকভাবে দুর্বলতা থাকলেও তিনি মানসিকভাবে চাঙ্গা।”
তিনি আরও জানান, “দীর্ঘ জার্নি ও অসুস্থতার কারণে এত মানুষের ভালোবাসা ও উচ্ছ্বাস কিছুটা কষ্টকর হলেও তিনি জনগণের সঙ্গেই থাকতে পছন্দ করেন। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।”
দীর্ঘ চিকিৎসা ও রাজনৈতিক অনুপস্থিতি
দীর্ঘদিন ধরে লিভার ও কিডনিসহ একাধিক জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার অনুমতির বিষয়টি আলোচনায় আসে, তবে শেষ পর্যন্ত তিনি বিদেশ যাননি। কাতারে অবস্থানরত তার পরিবারের সদস্যরা তার সার্বক্ষণিক পরিচর্যায় ছিলেন বলে জানা গেছে।
উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ পর্যায়ের নেতারা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেও অনেক নেতাকর্মী ফিরে আসার সময় তার বাসার সামনে ভিড় করেন।
খালেদা জিয়ার ফেরার খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা দেখা গেছে। চিকিৎসা শেষে দেশে ফিরে জনগণের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আবারো রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেবেন—এমন প্রত্যাশা করছেন দলীয় নেতারা।