ঈদে ছুটি ১০ দিনের, তবে দুই শনিবার অফিস খোলা

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা করল অন্তর্বর্তী সরকার

টুইট প্রতিবেদন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, যা তিনি তাঁর ফেসবুক পোস্টের মাধ্যমে জনসমক্ষে আনেন।

ছুটির সময়সীমা ও কর্মদিবস পুনর্বিন্যাস

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহার ছুটি থাকবে টানা ১০ দিন। তবে এই দীর্ঘ ছুটির ভারসাম্য বজায় রাখতে আগামী ১৭ মে (শনিবার) এবং ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা রাখা হবে। এর মাধ্যমে সরকারি কার্যক্রমের ব্যাঘাত কমিয়ে আনতে চায় সরকার।

পূর্ববর্তী ছুটির নজির

এর আগে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। মূলত ৫ দিনের সরকারি ছুটির সঙ্গে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটি যোগ করে এবং সাপ্তাহিক ছুটিকে যুক্ত করেই ওই দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছিল।

সরকারের ব্যাখ্যা ও জনস্বার্থ

সরকার মনে করছে, ঈদুল আজহা উপলক্ষে কর্মজীবী মানুষজন যাতে নির্বিঘ্নে নিজ নিজ গ্রামে যেতে পারেন এবং পরিবারের সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্যই এই দীর্ঘ ছুটির ব্যবস্থা।

তবে একই সঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্যই দুটি অতিরিক্ত শনিবার অফিস খোলা থাকবে, যা সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

ঈদের ছুটিতে যাত্রীচাপ, যানবাহনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবহন ব্যবস্থাপনার ওপরও সরকারের নজর থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঈদ ঘিরে দেশের মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন দুই একদিনে মধ্যে হতে পারে।