রাজধানীতে সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেপ্তার
টুইট ডেস্ক: রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমিরুল ইসলাম মিলন, এক সাবেক ওয়ার্ড কমিশনারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ডিবির বিশেষ অভিযানে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। তবে কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।