শাহরুখ খান মেট গালায়: ‘এটাই হয়তো শেষ’ বললেন বাদশাহ
টুইট ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খান ৫৯ বছর বয়সে প্রথমবার মেট গালায় অংশ নিলেন। নিউইয়র্কের এই ফ্যাশন ইভেন্টে তার রাজকীয় উপস্থিতি সবাইকে মুগ্ধ করেছে। ২০২৫ সালের মেট গালায়, শাহরুখ স্যুট পরেছিলেন বিশ্বখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুট, যা তার নিজস্ব স্টাইলে পরিপূর্ণ ছিল।
শাহরুখ সাংবাদিকদের বলেন, “আমি শাহরুখ,” তার সেই অমোঘ হাসি দিয়ে। এরপর তিনি জানান, মেট গালায় অংশ নেওয়ার প্রেরণা এসেছে তার সন্তানদের কাছ থেকে। তিনি বলেন, “আমার ছোট ছোট বাচ্চা মেট গালা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি জানি না আমি নিজে আসতাম কিনা, কিন্তু যখন সব্যসাচী বললেন, তখন তারা দারুণ খুশি হয়েছিল।”
মেট গালায় প্রথমবার হাঁটার পর তিনি বলেন, “এটাই হয়তো আমার শেষ মেট গালা।” তাঁর ঐতিহাসিক উপস্থিতি, যেখানে শাহরুখ পরেছিলেন একটি তাসমানিয়ান সুপারফাইন উলের কোট এবং সিল্কের কালো শর্ট, ছিল এক অভিনব ফ্যাশন স্টেটমেন্ট।
এদিন শাহরুখের সাজে ছিল সোনা, হীরা, নীলা এবং অন্যান্য গয়না, এবং তিনি জানান, কাঁধে প্যাড বা ঝুলন্ত কাপড় পরতে চান না, কারণ সেটা তাকে ‘এরোপ্লেনের মতো’ লাগবে।
প্রসঙ্গত, মেট গালা প্রতি বছর নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বখ্যাত ডিজাইনার ও মডেলরা অংশ নেন। শাহরুখ ছাড়াও বলিউডের অন্যান্য তারকা প্রিয়াঙ্গা চোপড়া ও কিয়ারা আদভানি এ বছর অংশ নিয়েছেন।