নয়াদিল্লিকে কড়া জবাবের হুমকি দিল ইসলামাবাদ
টুইট ডেস্ক : জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর সম্ভাব্য ভারতীয় আগ্রাসনের বিষয়ে সতর্ক করেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, ভারত যদি হামলার চেষ্টা করে, তবে নয়াদিল্লিকে “দাঁতভাঙা জবাব” দেওয়া হবে।
সোমবার (৫ মে) পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।
ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ বলেন, “আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, ভারত যে কোনও সময় এলওসি বরাবর সামরিক অভিযান চালাতে পারে। তবে তারা এমন কিছু করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কাশ্মিরের পেহেলগাম হামলা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের দাবি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, “তদন্ত হলে প্রমাণিত হবে, এ হামলায় ভারতেরই হাত থাকতে পারে, বা তারা নিজেদের অভ্যন্তরীণ কোনো গোষ্ঠীকে ব্যবহার করে এটা ঘটিয়েছে।”
তিনি ভারতের বিরুদ্ধে পুরোনো অভিযোগও নতুন করে তুলেছেন। তার ভাষ্য, “ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে। আমরা ২০১৬ ও ২০১৭ সালে জাতিসংঘে এ বিষয়ে প্রমাণসহ ভিডিও পেশ করেছি।”
আসিফ আরও বলেন, “আফগানিস্তানভিত্তিক যেসব গোষ্ঠী সম্প্রতি পাকিস্তানে হামলা চালিয়েছে, তাদের পেছনেও ভারতের সমর্থন রয়েছে।”
উল্লেখ্য, কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলায় ২৬ জন নিহত হন, যা ২০১৯ সালের পুলওয়ামার পর সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। ভারত ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, যার পাল্টা জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।
এই উত্তেজনার মাঝেই পাকিস্তান সম্প্রতি দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে রয়েছে ৪৫০ কিমি রেঞ্জের ‘আবদালি’ ক্ষেপণাস্ত্র। ভারতীয় কর্মকর্তারা এটিকে ‘উসকানিমূলক’ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন।