বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি প্রকাশ, ১৩ জুন লঙ্কা সফরে টাইগাররা
টুইট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সামনে আবারো পূর্ণাঙ্গ সিরিজের চ্যালেঞ্জ। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষে এবার সফর শ্রীলঙ্কায়। আগামী ১৩ জুন লঙ্কা সফরে যাবে টাইগাররা। ইতোমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) প্রকাশ করেছে সিরিজের পূর্ণ সূচি।
সিরিজ কাঠামো:
২টি টেস্ট
৩টি ওয়ানডে
৩টি টি-টোয়েন্টি
টেস্ট সিরিজ সূচি:
১৭ জুন: ১ম টেস্ট – গল আন্তর্জাতিক স্টেডিয়াম
২৫ জুন: ২য় টেস্ট – কলম্বো, সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্স
ওয়ানডে সিরিজ সূচি (ডে-নাইট):
২ জুলাই: ১ম ওয়ানডে – প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
৫ জুলাই: ২য় ওয়ানডে – প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
৮ জুলাই: ৩য় ওয়ানডে – পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম
টি-টোয়েন্টি সিরিজ সূচি:
১০ জুলাই: ১ম টি-টোয়েন্টি – পাল্লেকেলে
১২ জুলাই: ২য় টি-টোয়েন্টি – ডাম্বুলা
১৪ জুলাই: ৩য় টি-টোয়েন্টি – প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়, এবং সব ফরম্যাটেই পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের।
উল্লেখ্য, বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে সফররত, যেখানে সংক্ষিপ্ত ফরম্যাটে একটি সিরিজ শেষে তারা পাকিস্তান সফরে যাবে। এরপরই তাদের লঙ্কা সফর শুরু হবে।