চাঁদাবাজি: কলাবাগান থানার ওসি ও দুই এসআই বরখাস্ত

টুইট ডেস্ক: রাজধানীর কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান এবং দুই উপপরিদর্শক (এসআই) বেলাল উদ্দিন ও মান্নানকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। স্থানীয় বাসিন্দা আবদুল ওয়াদুদের অভিযোগে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কী ঘটেছিল ২৯ এপ্রিল রাতে?

অভিযোগ অনুযায়ী, ২৯ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে এসআই বেলালের নেতৃত্বে অন্তত ১৫-২০ জন অস্ত্রধারী সন্ত্রাসীসহ পুলিশ ওয়াদুদের কলাবাগানের বাসায় হঠাৎ অভিযান চালায়। ওই সময় তাঁর ম্যানেজার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ওসি মোক্তারুজ্জামান নিজে এসে অন্য থানার পুলিশের দলকে সেখান থেকে সরিয়ে দেন।

চাঁদার দাবি ও জিনিসপত্র লুট

আবদুল ওয়াদুদ অভিযোগ করেন, পুলিশ সদস্যরা তাঁকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্র ও টাকা কোথায় আছে জানতে চায়। একপর্যায়ে এসআই মান্নান বলেন, “এই মুহূর্তে এক কোটি টাকা দিলে থানায় যেতে হবে না।” দীর্ঘ দেনদরবারের পর তিনি বাধ্য হয়ে ২ লাখ টাকা দেন এবং বাকি টাকা ব্যাংক খোলার পর দেওয়ার প্রতিশ্রুতি দিতে হয়।

পরে পুলিশ তাঁর বাসা থেকে ল্যাপটপ, কম্পিউটার, সিসিটিভির হার্ডডিস্কসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। কিছুদিন পর কেবল একটি ল্যাপটপ ফেরত দিলেও বাকি কিছুই ফেরত পাননি বলে অভিযোগে উল্লেখ আছে।

আবদুল ওয়াদুদ ২ মে ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তিনি জানান, পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভিডিও প্রমাণ তাঁর কাছে রয়েছে। পাশাপাশি তিনি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী গতকাল (৪ মে) ওসি মোক্তারুজ্জামানকে বরখাস্ত করেন। একই দিনে রমনা বিভাগ থেকে এসআই বেলাল ও মান্নানকেও বরখাস্ত করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জানান, “ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্ত বাসায় আওয়ামী লীগ নেতাকর্মীদের যাতায়াত ছিল, যা স্থানীয়ভাবে স্পর্শকাতর হিসেবে বিবেচিত।

এই বিষয়ে জানতে চেষ্টা করেও ওসি মোক্তারুজ্জামান ও এসআই বেলালের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তাঁদের মুঠোফোনে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।