জেলা প্রশাসকসহ ১০ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

নির্বাচন কমিশন ভবন : ফাইল ছবি

টুইট ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এক জেলা প্রশাসকসহ (ডিসি) ১০ পুলিশ কর্মকর্তাকে বদলির সিদ্ধান্তের কথা জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (১০ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক তিন চিঠিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

এই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে বদলির সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সিলেট, বরিশাল, হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা, মেহেরপুর, মানিকগঞ্জ, সিংগাইর, গাজীপুরের শ্রীপুর থানার পুলিশ কমিশনারসহ বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত জানানো হয়েছে।

তাদের স্থানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের অনুরোধ জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইসি বিভিন্ন স্থানে সবচেয়ে উপযোগী ও দক্ষ কর্মকর্তাদের পদায়নের অনুরোধ করেছে।