হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, আ.লীগের ৫৪ নেতাকর্মী গ্রেপ্তার

টুইট ডেস্ক : গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় এই হামলার ঘটনার পরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল হাসান জানিয়েছেন, হামলার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। তাদের মধ্যে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু রয়েছেন।

ঘটনা সম্পর্কে তিনি জানান, “রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা, যার ফলে গাড়ির গ্লাস ভেঙে তার হাত রক্তাক্ত হয়।” হামলার পর হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় কাটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এই হামলায় জড়িত থাকার ফলে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আরও আটক হতে পারে।

এদিকে, এনসিপি নেতারা হামলার ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।