শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ

 বিচার ও স্বচ্ছতার দাবি নতুন করে জোরদার

টু্ইট ডেস্ক: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজত। সংগঠনটি জানিয়েছে, এটি একটি প্রাথমিক তালিকা এবং যাচাই-বাছাই শেষে সংখ্যা আরও বাড়তে পারে।

হেফাজতের জনসংযোগ বিভাগের কেফায়েতুল্লাহ আজহারী জানান, “তথ্য সংগ্রহ ও যাচাই এখনও চলছে। চূড়ান্ত তালিকা তৈরি সময়সাপেক্ষ।” নিহতদের তালিকায় নাম, ঠিকানা, বয়স ও পরিবারের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। অধিকাংশই ছিলেন তরুণ কওমি ছাত্র।

এদিকে মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ২০২৪ সালে ৬১ জনের, এবং বিবিসির তৎকালীন প্রতিবেদক মার্ক ডামেট ৫৮ জন নিহতের তথ্য দেন। সংখ্যার ভিন্নতা থাকলেও ঘটনা যে ভয়াবহ ছিল, তা নিয়ে কোনো বিতর্ক নেই।

২০১৩ সালের ওই রাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ব্লগারদের বিচারের দাবি ও ১৩ দফা দাবিতে সমাবেশ করে হেফাজত। গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলে, ঘটে মৃত্যুর মিছিল। আজও নিহতদের পরিবাররা বিচার পায়নি, হয়নি কোনো স্বাধীন তদন্ত।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশ্ন উঠে—এই রক্তের হিসাব কে রাখবে? ইতিহাস কী ন্যায়বিচারের অপেক্ষায় থাকবে চিরকাল?