ভারতকে পারমাণবিক জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের

টুইট ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে একগুচ্ছ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও নানা কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। টানা ১০ দিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দু’দেশের বাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে।

এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি ভারতকে সরাসরি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রুশ গণমাধ্যম আরটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি ভারত পাকিস্তানে হামলা চালায় বা পানি সরবরাহে বাধা সৃষ্টি করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ সম্পূর্ণ সামরিক ক্ষমতা ব্যবহার করতে দ্বিধা করবে না।”

রাষ্ট্রদূত দাবি করেন, পাকিস্তানের কাছে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ রয়েছে, যা অনুযায়ী ভারত পাকিস্তানের ভূখণ্ডে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, ফাঁস হওয়া কিছু গোপন নথি থেকে জানা গেছে, পাকিস্তানের নির্দিষ্ট কিছু অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থানকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে উল্লেখ করেন খালিদ জামালি। তাঁর ভাষায়, “নিম্নাঞ্চলের নদীগুলোর প্রবাহ আটকে দেওয়া বা দিক পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা সরাসরি যুদ্ধ হিসেবে গণ্য হবে এবং পাকিস্তান তার জবাব সর্বশক্তি দিয়ে দেবে।”

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ভারত যদি সিন্ধু নদে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে কোনো অবকাঠামো নির্মাণ করে, পাকিস্তান তা হামলা চালিয়ে ধ্বংস করবে।”

উল্লেখ্য, ২০১৯ সালের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত থাকলেও, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।