নারী সংস্কার কমিশনের সুপারিশের সাংঘর্ষিক বিষয় নিয়ে হাইকোর্টে রিট
টুইট ডেস্ক : নারী সংস্কার কমিশনের সুপারিশের কিছু বিষয়ের মধ্যে সাংঘর্ষিকতা থাকার অভিযোগে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিটের মাধ্যমে কমিশনের বিতর্কিত সুপারিশগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে, যাতে এসব সুপারিশ পর্যালোচনা করা যায়।
এ বিষয়ে রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটটি দায়ের করেন। তিনি রিটে দাবি করেছেন যে, নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ ইসলামী আইন, জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে, ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নাম্বার সুপারিশ বাতিলের জন্য দাবি জানানো হয়েছে।
রিটে আইনজীবী বলেন, “উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫”-এর এসব সুপারিশ ইসলামী শরীয়তের বিধান, সংবিধান এবং দেশের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে।
এই রিপোর্টটি ৩১৮ পৃষ্ঠাব্যাপী এবং সম্প্রতি বিভিন্ন মাধ্যমে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে। রিপোর্টের সুপারিশগুলোকে ইসলামী শরীয়ত, সংবিধান এবং সাধারণ মানুষের মূল্যবোধের পরিপন্থি মনে করা হচ্ছে।
এছাড়া রিটে তিনটি মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। জানা গেছে, বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী আগামী সপ্তাহে এই রিটের শুনানি নেবেন।