সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত
টুইট ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সামান্য কথাকাটাকাটির জেরে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াসিন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে থানার লাকিবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াসিন একটি দোকানে বসে ছিল। এ সময় কিশোরগ্যাংয়ের কয়েকজন সদস্য তাকে দোকান ত্যাগ করতে বলে। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে গ্যাংয়ের একজন সদস্য ইয়াসিনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত ইয়াসিনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। তবে জরুরি বিভাগে পৌঁছানোর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, ইয়াসিনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়, কিন্তু তার আগেই সে মারা যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন বলেন, “দোকানে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে ইয়াসিন গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।”
পুলিশ ইয়াসিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।