তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
টুইট ডেস্ক: শনিবার (৩ মে) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত ড. ইরফান নেজিরওগ্লু। বৈঠকে প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পাকিস্তানের প্রতি দৃঢ় সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ২২ এপ্রিল আঙ্কারায় অনুষ্ঠিত সাম্প্রতিক সফরের কথা স্মরণ করেন, যেখানে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছিল ।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাহেলগাম হামলার পর ভারতের প্ররোচনামূলক আচরণের সমালোচনা করেন এবং বলেন, পাকিস্তান দায়িত্বশীল ও পরিমিত প্রতিক্রিয়া দেখিয়েছে।
তিনি উল্লেখ করেন, ভারত এখনো পাকিস্তানকে দোষারোপের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং পাকিস্তানকে মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা করছে ।
তিনি আরও বলেন, পাকিস্তান সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই লড়াইয়ে ৯০,০০০ প্রাণ হারিয়েছে ও ১৫২ বিলিয়ন ডলারের বেশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে ।
পাকিস্তান পাহেলগাম ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিয়েছে এবং তুরস্ককে এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। তবে ভারত এখনো এই প্রস্তাবে সাড়া দেয়নি ।
রাষ্ট্রদূত ড. নেজিরওগ্লু পাকিস্তানের অবস্থানের প্রশংসা করেন এবং তুরস্কের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন।