খালেদা জিয়ার ফ্লাইটে বাড়তি সতর্কতা: ফ্লাইট থেকে বাদ দুই কেবিন ক্রু
- মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রু: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত
টুইট ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ সময় সোমবার (৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন। তবে তার এই ভ্রমণকে ঘিরে শুক্রবার মধ্যরাতে একটি তাৎক্ষণিক সিদ্ধান্তে সংশ্লিষ্ট দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা নতুন করে আলোচনা তৈরি করেছে।
ফ্লাইট থেকে বাদ দেওয়া হলো দুইজন অভিজ্ঞ ক্রু-
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, লন্ডন-ঢাকা রুটের বিজি ২০২ ফ্লাইটে দায়িত্ব পালন করার কথা ছিল চারজন কেবিন ক্রুর। তারা হলেন চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক, মো. কামরুল ইসলাম বিপোন এবং জুনিয়র পার্সার রিফাজ। তবে গোয়েন্দা রিপোর্টে উঠে আসা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২ মে) মধ্যরাতে আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপোনের নাম বাতিল করা হয়।
তাদের স্থানে অন্তর্ভুক্ত করা হয় ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে।
নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা
গোয়েন্দা সূত্র বলছে, আল কুবরুন নাহার কসমিক দীর্ঘদিন ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে সরকারি সুবিধা ভোগের অভিযোগ এবং ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। এছাড়া চাকরি জীবনে ১৮ বার কারণ দর্শানোর নোটিশ পাওয়া ও একাধিকবার গ্রাউন্ডেড হওয়ার রেকর্ড পাওয়া গেছে।
অন্যদিকে, কামরুল ইসলাম বিপোনের বিরুদ্ধেও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তিনি সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। প্রতি বছর ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন, শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের মত রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি।
ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত
বিশেষজ্ঞদের মতে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো একজন ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত বাস্তব ও প্রয়োজনীয়। রাজনৈতিকভাবে স্পর্শকাতর একজন নেত্রীর যাত্রায় যেকোনো সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা তথ্য অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হয়।
এদিকে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রোববার (৪ মে) সন্ধ্যায় রওনা দেবে বিজি ২০২ ফ্লাইটটি। এতে খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন।
জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে উপস্থিত থেকে লন্ডনে মাকে বিদায় জানাবেন।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র নিরাপত্তাজনিত নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করতে পারে।