যুক্তরাষ্ট্র সৌদিকে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি অনুমোদন

টুইট ডেস্ক : যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ৩৫০ কোটি ডলারের সমমূল্যের এক হাজার এআইএম-১২০সি-৮ মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিক্রির জন্য প্রস্তাব অনুমোদন করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরব এক হাজার ক্ষেপণাস্ত্র, ৫০টি আমরাম গাইডেন্স সেকশনসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে দিয়েছে। এই চুক্তির মাধ্যমে সৌদির প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এছাড়া, চলতি মাসের মে মাসে সৌদি আরব সফরে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদি আরবের সঙ্গে প্রায় ১০ হাজার কোটি ডলারের অস্ত্র, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

ট্রাম্পের সৌদি সফর আগামী ১৩ থেকে ১৬ মে নির্ধারিত। এর আগে তিনি ইতালির রাজধানী রোমে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এটি ছিল তাঁর দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর। ট্রাম্প ও সৌদির ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের।