সোহরাওয়ার্দীতে হেফাজতের মহাসমাবেশ শুরু; নেতাকর্মীদের ঢল
টুইট ডেস্ক : চার দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ সমাবেশ চলবে দুপুর ১টা পর্যন্ত।
সমাবেশে অংশ নিতে সকাল থেকেই রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হেফাজতের নেতাকর্মীরা পায়ে হেঁটে ও বাসযোগে উদ্যানমুখী হন। শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ বিভিন্ন দিক থেকে মিছিল আসতে দেখা গেছে। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এতে সভাপতিত্ব করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেমদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
হেফাজতের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন হোসাইন বলেন, “পবিত্র কোরআনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে হেফাজতের কর্মীরা সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত। আজকের সমাবেশ সেই প্রস্তুতিরই বহিঃপ্রকাশ।” তিনি নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ অবিলম্বে বাতিলের দাবি জানান।
হেফাজতের নেতৃবৃন্দ জানান, মহাসমাবেশে উপস্থাপিত চারটি মূল দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—হেফাজত নেতাদের বিরুদ্ধে থাকা প্রায় ৩০০টি মামলা দ্রুত প্রত্যাহার। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করা হয়েছে।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন ও গণহত্যা বন্ধের আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ।