বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির বিবৃতি
- সাংবাদিকদের সাহসিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার
টুইট ডেস্ক: আজ বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এক বিবৃতিতে স্বাধীন সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। তাঁদের কাজকে সংরক্ষণ ও সমর্থন করা উচিত—নির্যাতন বা সেন্সরের শিকার করা নয়।”
বিবৃতিতে বিএনপি দাবি করে, সদ্য বিদায়ী একদলীয় কর্তৃত্ববাদী সরকারের শাসনামলে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংবাদমাধ্যমের স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। সেই অন্ধকার সময়ে বহু সাহসী সাংবাদিক—দেশ ও বিদেশে, মূলধারার ও সামাজিক মাধ্যমে—নানাবিধ দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রের ব্যর্থতা তুলে ধরেছেন অকুতোভয়ভাবে।
বিএনপি আরও জানায়, “আমরা এমন এক নতুন ধারার সাংবাদিকতা থেকে অনুপ্রাণিত হই, যা সর্বোচ্চ নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখে। এমন সাংবাদিকতা—even যদি আমাদের দৃষ্টিভঙ্গির সাথে মিল না থাকে—আমরা শ্রদ্ধা করি।”
বিবৃতিতে দলটি জোর দিয়ে বলে, “সাংবাদিকতা জনগণের সেবা করার জন্য, কোনো রাজনৈতিক স্বার্থের জন্য নয়। একটি শক্তিশালী ও টেকসই গণতন্ত্র গড়ে তুলতে হলে সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতা অক্ষুণ্ণ রাখতে হবে।”
শেষে বিএনপি আহ্বান জানায়, মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য, যেখানে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করবে।