ইসলামাবাদে কুয়েত-পাকিস্তান সম্পর্ক জোরদারে বৈঠক

কুয়েতের রাষ্ট্রদূতের  সফর: প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফলপ্রসূ বৈঠক

টুইট ডেস্ক: পাকিস্তানে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত মহামান্য নাসের আবদুর রহমান জাসের (H.E. Nasser Abdulrahman Jasser) শুক্রবার (২ মে) ইসলামাবাদে প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও বিস্তৃত করার লক্ষ্যে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাকিস্তান ও কুয়েতের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “পাকিস্তান কুয়েতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা পারস্পরিক স্বার্থে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারিত করতে আগ্রহী।”

রাষ্ট্রদূত নাসের আবদুর রহমান জাসের পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং কুয়েতের পক্ষ থেকে ভবিষ্যতে বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই শিগগিরই যৌথ অর্থনৈতিক কমিশনের পরবর্তী সভা আয়োজনের বিষয়ে সম্মত হন।

বৈঠকের শেষে, প্রধানমন্ত্রী কুয়েত সরকারের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দুই দেশের জনগণের মঙ্গল ও অগ্রগতির কামনা করেন।