গালওয়ান সংঘাত নিয়ে সিনেমা, সেনা ভূমিকায় সালমান খান
টুইট ডেস্ক : ভারত ও তার প্রতিবেশী দেশের মধ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে বলিউড। ২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতকে কেন্দ্র করে ছবিটি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। জানা গেছে, এই ছবির পরিচালনা করবেন অপূর্ব লাখিয়া, যিনি সীমান্তের উত্তেজনা এবং দুই দেশের সংঘাতের কাহিনি পর্দায় তুলে ধরবেন।
সূত্রে জানা গেছে, ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন বলিউড সুপারস্টার সালমান খান। এই সিনেমায় তিনি একজন দাপুটে সেনা সদস্যের চরিত্রে দেখা যেতে পারেন। শোনা যাচ্ছে, পরিচালকের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং সিনেমার চিত্রনাট্য নিয়েও বিস্তর আলোচনা হয়েছে।
এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টিউবলাইট’ সিনেমায় ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে সালমান খান এক সাধারণ নাগরিকের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার, গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে আরও একটি যুদ্ধে জয়ের গল্প নিয়ে পর্দায় ফিরছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ছবিটির শুটিং শুরু হবে।