হজে গিয়ে প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু
টুইট ডেস্ক : চলতি বছরের হজ পালনের সময় সৌদি আরবের মদিনায় খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এটি ২০২৫ সালের হজ মৌসুমে প্রথম কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা।
ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক বুলেটিন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মদিনার স্থানীয় সময় অনুযায়ী তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন অথরিটি, এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং সৌদি আরবে বাংলাদেশ হজ মিশন।
২০২৫ সালের হজ (হিজরি ১৪৪৬) উপলক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন হজযাত্রী। চলতি বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজে অংশ নিচ্ছেন, যার মধ্যে পাঁচ হাজার ২০০ জন যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায়।
হজযাত্রী পরিবহনে অংশ নিচ্ছে তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩,০৬৫ জনকে পরিবহন করবে। এ বছর মোট ২৩২টি প্রাক-হজ ফ্লাইট পরিচালিত হচ্ছে।
হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন।