আ. লীগের নিবন্ধন বাতিল ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি নাহিদ ইসলামের
টুইট ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমানে রাজনীতির মূল আলোচ্য বিষয় তিনটি-সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার। এই তিনটি একে অপরের পরিপূরক এবং গণতান্ত্রিক রূপান্তরের জন্য অপরিহার্য। তিনি দাবি করেন, ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে এবং সেই রায়ের প্রতিফলন হচ্ছে রাজপথে গণ-অভ্যুত্থানের মাধ্যমে।
তিনি আরও বলেন, “দেশে একটি গণ-অভ্যুত্থান ঘটেছে, যেখানে জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জনরোষে নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন প্রশ্ন হওয়া উচিত, আইনি প্রক্রিয়ায় কীভাবে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরানো যায়। তারা ইতিমধ্যেই রাজনৈতিক ও নৈতিক ভিত্তি হারিয়েছে।”
সংস্কার প্রসঙ্গে নাহিদ বলেন, “সব রাজনৈতিক দল সংস্কারের কথা বললেও আমাদের প্রয়োজন একটি মৌলিক সংস্কারের জায়গায় ঐক্যবদ্ধ হওয়া যার মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা সম্ভব।”
নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা, বিশ্বাস ও সদিচ্ছা ছাড়া এই প্রক্রিয়া সফল হবে না। এছাড়া প্রাতিষ্ঠানিক নিয়মের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও অত্যন্ত জরুরি।