সিগনালগেট বিতর্কের জেরে সরলেন ওয়াল্টজ, জাতিসংঘে নতুন দায়িত্ব
টুইট ডেস্ক : ‘সিগনালগেট’ বিতর্কের রেশ না কাটতেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাকে সরিয়ে পদচ্যুতি না দেখিয়ে ট্রাম্প নতুন করে মনোনয়ন দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে।
বৃহস্পতিবার (১ মে) ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। সাময়িকভাবে ওয়াল্টজের দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এক সামাজিক মাধ্যমে পোস্টে ট্রাম্প লেখেন, “মাইক ওয়াল্টজ আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন। আমি তাকে জাতিসংঘে আমাদের পরবর্তী দূত হিসেবে মনোনীত করতে যাচ্ছি।”
ওয়াল্টজের অপসারণের পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে ‘সিগনালগেট’ বিতর্ককে। মার্চ মাসে তিনি একটি সিগনাল গ্রুপ চ্যাট তৈরি করেছিলেন, যেখানে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা হচ্ছিল। ভুলক্রমে ওই চ্যাটে যুক্ত হয়ে পড়েন সাংবাদিক জেফরি গোল্ডবার্গ। পরবর্তীতে সেখানকার কথাবার্তা ফাঁস হয়ে গেলে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
যদিও হোয়াইট হাউস জানিয়েছে, ওই আলোচনায় কোনো গোপন নথি ছিল না, তবে ঘটনাটি জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ওয়াল্টজকে অপসারণ না দেখিয়ে কূটনৈতিক মিশনে পাঠানোর মাধ্যমে ট্রাম্প প্রশাসন একদিকে তার প্রতি আস্থা বজায় রাখার বার্তা দিচ্ছে, অন্যদিকে বিতর্ক সামাল দেওয়ার কৌশলও নিচ্ছে।