মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আসছে একাধিক কালবৈশাখী

টুইট ডেস্ক : চলতি মে মাসে ঘূর্ণিঝড়ের পাশাপাশি একাধিক কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শিলা ও বজ্রসহ ভারি বৃষ্টিপাত এবং তাপপ্রবাহও দেখা দিতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ১ বা ২টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, মে মাসজুড়ে ২ থেকে ৩ দিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিও থাকার সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের দিক থেকে এই মাস বেশ চড়াও থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু অংশে ১ থেকে ৩টি মৃদু (৩৬–৩৭.৯°C), মাঝারি (৩৮–৩৯.৯°C) এবং ১–২টি তীব্র (৪০°C-এর বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে বলে জানানো হয়েছে।

এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের কারণে পানি সমতল কিছুটা বেড়ে যেতে পারে।