কাশ্মির সীমান্তে টানা অষ্টম রাতেও গোলাগুলি, নতুন করে উত্তেজনা
টুইট ডেস্ক: কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা অষ্টম রাতেও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে হওয়া এই গোলাগুলির ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতেও পাকিস্তানের বিভিন্ন সীমান্ত চৌকি থেকে বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর—জম্মু ও কাশ্মিরের এই পাঁচটি এলাকার ভারতীয় সেনা পোস্টগুলো ছিল মূল লক্ষ্য। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারাও।
গোলাগুলির এই ধারাবাহিকতা শুরু হয়েছে এমন এক সময়ে, যখন ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপড়েন চরমে পৌঁছেছে। সেই ঘটনার জেরেই ভারত ২৪ এপ্রিল সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করে এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাসের ঘোষণা দেয়। ভারতের দাবি, সীমান্তপারের সন্ত্রাসীদের হাত রয়েছে ওই হামলার পেছনে।
জবাবে পাকিস্তান আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। এমনকি তৃতীয় দেশের মাধ্যমে চালানো বাণিজ্যও বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান ভারতের পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হুঁশিয়ারি দেয়-এ ধরনের পদক্ষেপকে “যুদ্ধ ঘোষণার শামিল” বলে বিবেচনা করা হবে।
এদিকে, মঙ্গলবার পারগওয়াল সেক্টর পর্যন্ত গোলাগুলি ছড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিক সীমান্ত হিসেবে গণ্য হয়। ওই দিনই দুই দেশের সামরিক কর্মকর্তারা হটলাইনে যোগাযোগ করেন। ভারত দাবি করেছে, এই আলোচনায় পাকিস্তানকে বিনা উসকানিতে গুলি চালানো থেকে বিরত থাকার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তবে বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তান সরকার বা দেশটির সংবাদমাধ্যমের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।