কাশ্মীর ইস্যুতে চীনের সমর্থনে শক্তিশালী বার্তা দিল পাকিস্তান
পাহালগাম ইস্যুতে চীনের সমর্থনে প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা
বিশ্ব ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে আজ ইসলামাবাদে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং। বৈঠকে সম্প্রতি ভারত-শাসিত কাশ্মীরের পাহালগামে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাহালগাম হামলার বিষয়ে পাকিস্তানের “নীতিগত ও দায়িত্বশীল” অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূত জিয়াংকে অবহিত করেন। তিনি চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে, এই স্পর্শকাতর ইস্যুতে চীন পাকিস্তানের প্রস্তাবিত নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও আন্তর্জাতিক তদন্ত উদ্যোগকে সমর্থন জানিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থেকেছে। আমাদের জাতি এই যুদ্ধে ৯০ হাজারেরও বেশি প্রাণ বিসর্জন দিয়েছে এবং ১৫২ বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তবুও আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং পাকিস্তানের অবস্থান ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বানকে স্বাগত জানান।
তিনি বলেন, “চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।”
উল্লেখ্য, ২২ এপ্রিল ২০২৫ তারিখে কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক গোষ্ঠী লস্কর-ই-তইয়্যেবা এবং ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-কে দায়ী করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দেয়।
এই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটে। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়, কূটনীতিক বহিষ্কার, আকাশসীমা ও বাণিজ্য বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে উভয় দেশ।
এই পরিস্থিতিতে চীনের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সংলাপ পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।